Social Icons

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

এক্সপিতে নানান রং এর ফোল্ডার



clip_image002এক্সপিতে একই কালারের ফোল্ডার দেখতে দেখতে যদি আপনি বিরক্ত হয়ে যান তবে এই foldermarker নামের সফটওয়্যারটি ব্যাবহার করে দেখতে পারেন।এর মাধ্যমে খুব সহজেই ফোল্ডারগুলিকে কালারফুল করে নিতে পারবেন।এটিকে ব্যাবহার করাও খূব সহজ মাত্র ৯ এমবির এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর যে কোন ফোল্ডারের উপর রাইট ক্লিক করলেই


clip_image003

foldermaker নামের একটি অপশন পাবেন যার
মাধ্যমে ফোল্ডারগুলিকে কালারফুল করে নেওয়া যাবে।
clip_image004
অন্য রকমভাবে ব্যাবহার করতে গেলে আপনার ডেস্কটপের উপর দেখতে পাওয়া সর্টকাট থেকে এটিকে রান করুন।প্রাপ্ত উইন্ডোতে ফোল্ডার সিলেক্ট করতে হবে এবং এ ফোল্ডারের জন্য কালার সিলেক্ট করে নিতে হবে।
clip_image005

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks