Social Icons

শনিবার, ১১ মে, ২০১৩

Access is Denied ? জটিল সমস্যার ক্ষুদ্র সমাধান

আশাকরি সবাই ভাল আছেন,
যখন আপনার কম্পিউটারে কোন ফাইল বা ফোল্ডার ওপেন করতে গেলে এই ইরর ম্যাসেজটি দেখাবে তখন বুঝতে হবে আপনি এডমিনিষ্ট্রেটর একাউন্টে লগ ইন করেছেন।
access-denied
এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে ঐ ফোল্ডারের জন্য পার্মিশন এনাবল করতে হবে।

চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে যায়;

> প্রথমে আক্রান্ত ড্রাইভ বা ফোল্ডারটি ওপেন করুন

folder-options-menu
> এবার Tools মেনু থেকে Folder Option সিলেক্ট করুন
> View মেনুতে গিয়ে Use simple file sharing (Recommended) অপশনের টিক তুলে দিন এবং OK বাটনে গুতা মারুন (Advanced Settings থাকলে সেখানে পাবেন)
use-simple-file-sharing
> এবার আক্রান্ত ফোল্ডারের উপর রাইট ক্লিক করুন এবং ড্রপডাউন লিষ্ট থেকে Properties এ ক্লিক করুন।
properties-menu
> এবার Security ট্যাবে ক্লিক করুন।
> “You do not have permission to view or edit…” এই ধরনের কোন ম্যাসেজ আসলে চোখ বন্ধ করে ওকে করে দিন।
take-ownership-warning
> একটু নিচে Advanced বাটনে ক্লিক করুন।
security-tab
> তারপর Owner ট্যাবে গিয়ে Administrators সিলেক্ট করুন।
> Replace owner on subcontainers and objects অপশনটি খালি না রেখে ওটাকে টিক দিয়ে দেয়াই উত্তম।
replace-owner
> কাজ প্রায় শেষের দিকে এখন শুধু OK বাটনে ক্লিক করুন।
> আরেকটু ঝামেলা করতে পারে একটা ম্যাসেজ দিয়ে জাষ্ট Yes করে দিন।
replace-permissions
* কিছুক্ষনের মধ্যেই সকল ফাইল রিপ্লেস হয়ে যাবে এবং আগের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks