Social Icons

শনিবার, ১১ মে, ২০১৩

টাস্কবারে সহজেই লিখুন নিজের বা প্রিয়জনের নাম ღ•٠ [নতুনদের জন্য]٠•ღ


xpTaskbar06

“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।
আজ ছোট্ট কিন্তু মজার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো এটা হয়ত অনেকে জেনে থাকতে পারেন তাই যারা জানেন তাদের না দেখলেও চলবে।ার যারা নতুন তারা দেখে নিন আশা করি ভাল লাগবে। আপনার
টাস্কবারে টাইমবা ঘড়ির সাথে থাকবে আপনার সিলেক্ট করা নামটি।যাই হক আগে দেখে নিন কিভাবে এই কাজটি করবেন প্রথমে Start এ ক্লিক করে control panel এ যান তারপর Regional and Customize এ Time এ  ক্লিক করুন।এরপর AM ও PM এর পাশে নিজের নাম লিখুন লেখা শেষ হলে Apply” ok দুবার ক্লিক করুন।এখন টাস্কবারে ঘড়ির পাশে নাম দেখাবে।
কিন্তু অনেক সময় এই কাজতি আপনার ভাল না লাগতেও পারে তখন আপনি নাম  মুছে দেওয়ার জন্য একই নিয়মে গিয়ে AM ও PM এর পাশে লেখা নাম মুছে দিয়ে Apply “ok করুন ।   
Clock 1

আজকের এই পোষ্ট ভাল বা খারাপ যাই হোক এবং কোন সমস্যা হলেও সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks