Social Icons

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

আকর্ষণীয় ডিজাইনের OPPO N3 থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা Details In Bangladesh


নিত্যনতুন সব উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ স্মার্টফোন বাজারে এনে অল্প সময়ের মধ্যেই বাজারে বেশ আলোচনায় চলে এসেছে চায়নিজ স্মার্টফোন প্রতিষ্ঠান অপ্পো Oppo Mobile, তাদের স্মার্টফোনসমূহ বরাবরই বেশ অনন্য, ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর তারা আরেকটি স্মার্টফোন OPPO N3 এর ঘোষণা দিয়েছে।
OPPO N3 Front
নান্দনিক ডিজাইন ও চমৎকার ফিচারসংবলিত N3 ফোনটির উল্লেখযোগ্য দিক হলো এর ক্যামেরা। অপ্পো OPPO N3 এই ফোনে ১৬ মেগাপিক্সেলের রোটেট্যাবল ক্যামেরা ব্যবহার করেছে, তবে এই ক্যামেরার বিশেষত্ব হলো
এর সাহায্যে ২০৬ ডিগ্রী কোণে বাঁকিয়ে ছবি তোলা যায়।
OPPO N3 Rotatable Camera
যারা ফোনের সাহায্যে ফটোগ্রাফি করতে ভালোবাসেন কিংবা ‘সেলফি’ তুলতে পছন্দ করেন তাদের নিকট OPPO N3 ফোন বেশ গ্রহণযোগ্য হবে বলেই আশাবাদী অপ্পো (Oppo) কর্তৃপক্ষ। এর পাশাপাশি ক্যামেরায় প্যানোরোমা মোড, ফেস ডিটেকশন প্রভৃতি সুবিধাতো আছেই।
OPPO N3 camera
OPPO N3 স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অপ্পোর নিজস্ব কালার ওএস ২.০ ব্যবহার করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের উপর ভিত্তি করে তৈরী। ৫.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট OPPO N3 ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ১০৮০x১৯২০ পিক্সেলের আর এর পিক্সেল ডেনসিটি ৪০৩ পিপিআই। ২.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের N3 ফোনে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০১ চিপসেট ব্যবহার করা হয়েছে। অপ্পো Oppo তাদের এই ফোনে ২ গিগাবাইটের র‍্যাম ব্যবহার করেছে, এছাড়া ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এই ফোনে রয়েছে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা।
OPPO N3
OPPO N3 ফোনটিতে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী রয়েছে; এছাড়া তাদের অন্যান্য হাই-এন্ডের স্মার্টফোনের ন্যায় এই ফোনটিতেও VOOC (রেপিড চার্জিং টেকনোলজি) ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো এর সাহায্যে ফোনের ব্যাটারী মাত্র ৩০ মিনিটে ৭৫% পর্যন্ত চার্জ হতে পারে।
OPPO N3 VOCC
Oppo N3 ফোনটিতে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা বিদ্যমান, যার মধ্যে একটি মাইক্রো সিম অপরটি ন্যানো সিম।
OPPO N3
একনজরে OPPO N3 এর  উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ২.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • স্ন্যাপড্রাগন ৮০১ চিপসেট
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
  • ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
  • ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী
  • ১৬ মেগাপিক্সেলের রোটেট্যাবল ক্যামেরা
  • ডুয়েল সীম (মাইক্রো+ন্যানো)
OPPO N3 Features
ডিসেম্বর মাসেই OPPO N3 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসবে বলে জানা গেছে। এর মূল্য সম্পর্কে এখনও পর্যন্ত কোন ধরণের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বাজারে এর মূল্য ৬৪৯ মার্কিন ডলার, ফলে বাংলাদেশের বাজারে এই ফোনের মূল্য ৫২,০০০ টাকার বেশি হবেনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
OPPO N3 সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন
Oppo N3 Price in Bangladesh & Specification
Full Specification-
Brand- Oppo
Model- N3
Announced- October 2014
Released- November 2014 (Exp)
Oppo N3
Network:
2G- GSM 850/900/1800/1900 – SIM 1 & SIM 2
3G- HSDPA 850/900/1700/1900/2100
4G- LTE 700/800/900/1700/1800/2100/2600
Operating System: Android 4.4.2 KitKat
CPU: Quad-Core 2.3 GHz Krait 400
GPU: Adreno 330
Chipset: Qualcomm MSM8974AA Snapdragon 801
Display: 5.5 inches IPS LCD capacitive touchscreen display with 1080 x 1920 pixels
SIM: Dual SIM (Nano-SIM/ Micro-SIM)
Camera-
Primary: 16 Megapixels with 3456 x 4608 pixels
Secondary: 16 Megapixels
Video: 2160p@30fps, 1080p@60fps, 720p@120fps
Camera Features: Autofocus, Dual-LED flash, Motorized rotating lens via on-screen gestures/ O-Click remote control, 1/2.3” sensor size, 1.34µm pixel size, geo-tagging, touch focus, face detection, panorama, HDR
Memory-
RAM: 2 GB
Internal Memory: 32 GB
External Memory: microSD card up to 128 GB
Player-
Audio: MP3/WAV/WMA/eAAC+/FLAC
Video: MP4/WMV/H.264
Radio: No
Data-
USB: microUSB v2.0, USB On-the-go
Bluetooth: v4.0
Wi-Fi: Yes
GPRS: Yes
EDGE: Yes
NFC: Yes
WLAN: Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot
GPS: Yes, with A-GPS, GLONASS
Java: Yes, via Java MIDP emulator
Speed: HSDPA; HSUPA; LTE
Browser: HTML5
Sound-
Alert Types: Vibration, MP3, WAV ringtones
Loudspeaker
Audio Jack 3.5mm
Battery-
Li-Ion 3000 mAh
Stand By Time: N/A
Talk Time: N/A
Body-
Weight: 192 gm
Dimensions: 161.2x77x9.9 mm
Colors- White
Sensors: Accelerometer, Gyro, Proximity & Compass
Messaging: SMS (threaded view), MMS, Email, Push Email
Phonebook- Yes
Games- Yes
Others Features: Corning Gorilla Glass 3, Rapid battery charging: 75% in 30 min, Active noise cancellation with dedicated mic, Document viewer, Photo/video editor, Voice memo/dial/commands, Calendar, Clock & etc
Oppo N3 Price in Bangladesh: BD 52,000/-TK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks